Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

একাধিক ক্যাম্পাসে পাঠদানে আইনগত ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১০, ১৪ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

একাধিক ক্যাম্পাসে পাঠদানে আইনগত ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

ঢাকা : যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় ন্যূনতম শর্ত পূরণ করেনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

শনিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর একেএম গোলাম মহিউদ্দীনসহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। পরে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেয়া হয়।

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, ‘কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো তাদের ন্যূনতম শর্ত পূরণ করেনি। তারা এইভাবে বেশিদিন চলতে পারবে না। যারা এখনো নিজস্ব ক্যাম্পাসে যাননি। এবং সেই সঙ্গে যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান করাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer