Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

একসময় আমাদের নিজেদেরই গ্রাউন্ড স্টেশন থাকবে : তারানা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ২৬ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

একসময় আমাদের নিজেদেরই গ্রাউন্ড স্টেশন থাকবে : তারানা

ঢাকা : বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশব্যাপী মানসম্পন্ন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা বিস্তৃত হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। শনিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে একথা জানান তিনি।

তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেন, ‘আমাদের প্রায় ১৮ তরুণ-তরুণী গ্রাউন্ড স্টেশনে কর্মরত। তাদেরকে ট্রেনিং দিয়ে আনা হয়েছে। এছাড়া আরো ৩১ জনকে নিযুক্ত করা হয়েছে। তার মানে আমরা একটি দক্ষ তরুণ প্রজন্ম পেতে যাচ্ছি। একসময় হয়তো আমাদের নিজেদেরই গ্রাউন্ড স্টেশন থাকবে। আমরাই নিজস্ব স্যাটেলাইট তৈরি করতে পারবো।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশি চ্যানেলগুলো প্রতিবছর ১৪০ মিলিয়নের মতো খরচ করে। নিজস্ব স্যাটেলাইট হওয়ার কারণে এটি এখন থেকে সাশ্রয় হবে। ৭ থেকে ৮ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ খরচ উঠে আসবে। এর পর থেকে যা হবে তা লাভ।’

তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, ‘ইতোমধ্যেই যেসব দেশে ফুট প্রিন্টিং আছে সেসব দেশের সঙ্গে ব্যবসায়ীক আলাপ চলছে। এটাতো দৃশ্যমান লাভ। আরেকটি লাভ হলো আমরা বিশ্বে স্যাটেলাইটের জন্য ৫৭তম দেশ হয়েছি। এটি একটি জাতীয় গৌরবের বিষয়।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer