Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের প্রতি দক্ষিণ আফ্রিকার আগ্রহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের প্রতি দক্ষিণ আফ্রিকার আগ্রহ

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারিদ্র্য বিমোচনে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পসহ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচি, আইসিটি ও সৌরবিদ্যুৎ প্রকল্প, দুগ্ধ খাতের উন্নয়ন, পল্লী জনপদ, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ক বিভিন্ন প্রকল্পের প্রতি দক্ষিণ আফ্রিকা আগ্রহ প্রকাশ করেছে।

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ৪-সদস্যের প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও ক্যাপটাউনসহ বিভিন্ন এলাকার পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনকালে তারা এ আগ্রহ প্রকাশ করে।

দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞরা এসব প্রকল্পের সুফল কিভাবে দেশটিতে কাজে লাগানো যায় তা নিয়েও আলোচনা করেন।

এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার নেতৃত্বে প্রতিনিধিদল গত ৯ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও তুরস্কের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেন।
প্রতিনিধি দলটির আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer