Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

আনসারুল্লাহ’র শীর্ষ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১, ৮ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আনসারুল্লাহ’র শীর্ষ নেতা গ্রেপ্তার

ঢাকা : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম হাফেজ মাওলানা মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহ (৩১)।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের শরিয়া বোর্ডের সদস্য। শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে রাজধানীর যাত্রবাড়ী এলাকায় ঢাকা মহানগর দক্ষিণের গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা হাফেজ মাওলানা মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহকে (৩১) গ্রেপ্তার করে।

তিনি বলেন, আবদুল্লাহ এবিটির শরিয়া বোর্ডের সদস্য। তিনি অভিজিৎ রায়সহ ব্লগার এবং লেখকদের হত্যার সঙ্গে জড়িত।

তিনি বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান মেজর (চাকরিচ্যুত) সৈয়দ জিয়াউল হক কোনো হত্যার পরিকল্পনা নিলে আগে এবিটির শরিয়া বোর্ডের অনুমোদন নিতেন। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer