Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

এ দেশ সব ধর্মের মানুষের : হানিফ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ২২ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এ দেশ সব ধর্মের মানুষের : হানিফ

ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই অপশক্তি ধ্বংস করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে হবে।

তিনি বলেন, এ দেশ সব ধর্মের মানুষের দেশ। সব ধর্মের মানুষ অবাধে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে এটাই মুক্তিযুদ্ধের চেতনা।

হানিফ রোববার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে উল্টোরথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উপলক্ষে ঢাকা মহানগরে স্বামীবাগ আশ্রম (ইস্কন ঢাকা) সহ একাধিক মন্দিরে আজ রথযাত্রার আয়োজন করা হয়।

স্বামীবাগ আশ্রমের ইস্কন আয়োজিত ঢাকা মহানগরের বৃহত্তম রথযাত্রা বিকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী মোড়, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট প্রেসক্লাব পল্টন মোড় হয়ে স্বামীবাগ ইস্কনে পথ পরিক্রমা সমাপ্ত হয়।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে উল্টোরথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপন সাহা, ডি. এন. চ্যাটার্জী সৈলেন্দ্র নাথ মজমিদার, পংকজ নাথ এমপি, অ্যাড. শ্যামল কুমার রায়।

স্বাগত বক্তব্য রাখেন, ইস্কন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। এছাড়া, এই উল্টোরথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer