Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে ভারত : পারিকর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ৩০ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে ভারত : পারিকর

ছবি-পিআইডি

ঢাকা : সফররত ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকর সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে উল্লেখ করে বলেছেন, ভারত এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে।

বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ভারতীয় মন্ত্রী একথা বলেন।

মন্ত্রীকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে আবদুল হামিদ বলেন, সকল ধরনের সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ জিরো টলারেন্স নীতি বজায় রাখছে।

তিনি কাশ্মিরের ইউরি সেনা ঘাঁটিতে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা এবং ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলায় সমবেদনা জানান।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের একথা জানান।

আবদুল হামিদ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখ করে বলেন, এই সম্পর্ক ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে।

তিনি দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক বাড়াতে প্রশিক্ষণের জন্য বাংলাদেশে আরো ভারতীয় সামরিক অফিসার পাঠানোর আহ্বান জানান।

রাষ্ট্রপতি ১৯৭১ সালে এদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় জনগণ ও সরকারের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ওই যুদ্ধে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বহু বীর সেনা শহীদ হয়েছেন।

মনোহর পারিকর ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর জোরদেন। এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer