Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

উবারের সিইও’র পদত্যাগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ২১ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

উবারের সিইও’র পদত্যাগ

ঢাকা : অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবার নেটওয়ার্ক উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক পদত্যাগ করেছেন। এ পদে না থাকার জন্য কোম্পানির শেয়ারহোল্ডারা দাবি জানানোর পর তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। বুধবার নিউইয়র্ক টাইমস এ খবর জানায়।

এ ব্যাপারে অবহিত দুই ব্যক্তির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস’র খবরে বলা হয়, নানা ধরণের কেলেংকারিতে জর্জরিত এ কোম্পানির প্রতি আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে কালানিক ইতোমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এ প্রেক্ষাপটে কোম্পানির প্রধান পাঁচজন বিনিয়োগকারী কালানিকের পদত্যাগের দাবি করেন। এরপর তিনি মঙ্গলবার পদত্যাগ করেন।

বিনিয়োগকারীরা লিখিতভাবে তাদের দাবি জানায়। এদের মধ্যে উবারের সবচেয়ে বড় বিনিয়োগকারী ব্যক্তিও রয়েছেন।

নানা জটিলতা থাকা সত্ত্বেও বিশ্বের অনেক দেশে উবার সার্ভিস কার্যকর রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer