Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

উদ্ধার ২৮টি বিদেশী পাখির ঠাঁই বঙ্গবন্ধু সাফারি পার্কে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ৭ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

উদ্ধার ২৮টি বিদেশী পাখির ঠাঁই বঙ্গবন্ধু সাফারি পার্কে

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিদেশী প্রজাতির ২৮টি পাখি আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে পার্ক কর্র্তৃপক্ষ পাখিগুলো বুঝে নেন।

পাখিগুলোর মধ্যে রয়েছে ৪টি ম্যাকাও, ৬টি প্যারোট ও ১৮টি ম্যান্ডালিন ডার্ক। বর্ডার গার্ড বাংলাদেশ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী ফকিরমোড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাখিগুলো উদ্ধার করে।

পার্কের প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন জানান, বিজিবি’র প্রতিনিধি ও কুমিল্লা বন বিভাগের কর্মকর্তা আসাদুজ্জামান পাখিগুলো সাফারি পার্কে হস্তান্তর করেন।

তিনি বলেন, উদ্ধার করা পাখিগুলো বার্ড ফ্লুসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত থাকতে পারে। রোগাক্রান্ত আছে কিনা তা যাচাই করার জন্য আপাতত পাখিগুলোকে অন্তত ২১দিন কোরেন্টাইনে রাখা হবে। পরে রোগ সম্পর্কে নিশ্চিত হয়ে এদের মূল বেষ্টনীতে স্থানান্তর করা হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer