Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

উত্তাল পদ্মায় ফেরিতে দুর্ভোগ, লঞ্চ-স্পিডবোটে চাপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ১৫ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

উত্তাল পদ্মায় ফেরিতে দুর্ভোগ, লঞ্চ-স্পিডবোটে চাপ

ঢাকা : একদিকে পদ্মায় তীব্র স্রোত, অন্যদিকে নদীতে নাব্য সংকট। এই দুই কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সবকিছু মিলিয়ে ঘাট এলাকা বৈরী পরিবেশ সৃষ্টি হয়েছে।

গত ১০দিন ধরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে নদীতে নাব্য সংকট দেখা দেয়। এর পরেই ফেরিগুলো চলাচলে ব্যাঘাত ঘটে। ফলে প্রতিদিনই ফেরিগুলো হাফ লোড নিয়ে চলাচল করে। যা প্রয়োজনের তুলনায় খুবই কম।

ফেরি চলাচল ব্যাঘাত ঘটায় যাত্রীদের চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে যাত্রীরা লাইফ জ্যাকেট ছাড়াই পাড়ি দিচ্ছেন উত্তাল পদ্মা।

গত কয়েক দিনের ফেরি চলাচলে ব্যাঘাত ঘটায় ঘাট এলাকায় নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ঘাট এলাকায় আটকা থেকে যাত্রী ও চালকরা দুর্ভোগ পোহাচ্ছেন। যাত্রীরা বাধ্য হয়ে তীব্র স্রোতের মধ্যে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer