Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

উত্তরবঙ্গের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২১, ২০ জানুয়ারি ২০১৮

আপডেট: ০৯:২৫, ২০ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

উত্তরবঙ্গের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

ঢাকা : রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার সকাল ৭টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ করে থর থর করে কেঁপে ওঠে। যার মাত্রা ছিল ৪ দশমিক ৫। উত্তরের জেলা কুড়িগ্রামে মূলত এটি বেশি অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প গবেষণা কেন্দ্র সূত্র জানায়।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরে কোনো এলাকা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের উত্তরাঞ্চলসংলগ্ন ভারতীয় কিছু এলাকাতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, লালমনিরহাটে ভূমিকম্প হয়েছে।

এদিকে সকালের প্রচণ্ড শীতে কম্পনের সময় লোকজন ঘুমিয়ে থাকায় জনসাধারণের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

এ সময় বন্ধ হয়ে যায় মোবাইল নেটওয়ার্ক। তবে কোথাও কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer