Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

উত্তর দাও বৈশাখ

কাজী রকিবুল ইসলাম

প্রকাশিত: ০০:২৯, ১৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

উত্তর দাও বৈশাখ

 

এক সময় কাল বৈশাখির অপেক্ষায় থাকতাম 
আম গাছের তলায় দাঁড়িয়ে উপরের দিকে চেয়ে,
কখন ঝড়-তুফান আসবে ধেয়ে !
সিঁদুরে লাল আমটা পড়লেই নেবো খেয়ে।

যতোই খরতাপে ঘেমে উঠতাম নেয়ে,
আম খাওয়ার লোভে মুখদিয়ে
লালা ঝরে পড়তো বেয়ে !
কতো ছুটাছুটি করতাম, কেও কিছু বলতো না !
মুচকি হেসে দেখতো চেয়ে।

সেই সুখ-বিশুদ্ধ বাতাসে ভরা বুক নেই !
যেখানেই যাই,কোনো না কোনো
কারণে দেখি মলিন ফেকাসে মুখ !

উত্তর দাও বৈশাখ, কোথায় লুকিয়ে
রেখেছো তোমার স্বপ্ন দেখানো সুখ ?

ঘোপ বাবলাতলা মোড়, যশোর

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer