Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ঢাকার উদ্বেগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৩:১১, ৮ মার্চ ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ঢাকার উদ্বেগ

ঢাকা : উত্তর কোরিয়া সম্প্রতি চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের লংঘন করেছে। বাংলাদেশ এনপিটি ও সিটিবিটির একটি স্বাক্ষরকারী দেশ হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বল প্রয়োগের বিপক্ষে এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর।

সুতরাং, আঞ্চলিক ও তার বাইরে শান্তি ও স্থিতিশীলতার ওপর বিরুপ প্রভাব পড়ে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানায় বাংলাদেশ।

প্রসঙ্গত, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৬ মিনিটে উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তিনটি ক্ষেপণাস্ত্র জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) পড়েছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৬ মিনিটে ওই এলাকায় ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। কী ধরনের ক্ষেপণাস্ত্র তা যাচাই করে দেখা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer