Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

উত্তর কোরিয়ার নেতাকে পেন্সের সতর্কবার্তা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ২২ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

উত্তর কোরিয়ার নেতাকে পেন্সের সতর্কবার্তা

ঢাকা : আগামী মাসে অনুষ্ঠিত বৈঠককে সফল করতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কোনো ধরনের কূটনীতিক চাল না চালতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

মার্কিন নেতা বলেন, ডেনাল্ড ট্রাম্পকে নিয়ে কূটনীতি খেলায় নামার সিদ্ধান্তটাই হবে কিম জং উনের মস্ত বড় ভুল।মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে পেন্স এসব কথা বলেন।

আগামী ১২ জুন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাইক পেন্সও থাকবেন।

সম্প্রতি কিমকে লিবিয়ার নেতা গাদ্দাফির সঙ্গে তুলনা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ‘লিবিয়া মডেলে’ উত্তর কোরিয়াকে নিরস্ত্রীমুক্ত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। যার প্রতিক্রিয়ায় আসন্ন এই বৈঠক বাতিলের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

তবে, বৈঠকের সামগ্রিক পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলাপ-আলোচনা করতে মঙ্গলবার ওয়াশিংটনে যাবেন দক্ষিণ কোরিয়ার নেতা মুন জায়ে ইন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer