Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক শক্তির ভারসাম্য চায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২১, ১৬ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক শক্তির ভারসাম্য চায়

ঢাকা : এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়া বলছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক শক্তির ভারসাম্য চায়।

স্থানীয় সময় শনিবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) দেশটির এমন অবস্থানের কথা জানায় ।

শুক্রবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ.আর. ম্যাকমাস্টার বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পরমাণু কর্মসূচি যুক্তরাষ্ট্রের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে।

ওই বক্তব্যের একদিন পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো, প্রকৃত শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য অর্জন করা যাতে দেশটির শাসকরা সামরিক বিকল্প নিয়ে কথা বলার সাহস না করতে পারে।’

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer