Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ইয়েমেন দূত হিসেবে মার্টিন গ্রিফিথসকে নিয়োগ দিচ্ছেন জাতিসংঘ প্রধান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইয়েমেন দূত হিসেবে মার্টিন গ্রিফিথসকে নিয়োগ দিচ্ছেন জাতিসংঘ প্রধান

ঢাকা : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার নিরাপত্তা পরিষদকে বলেছেন, তিনি ইয়েমেনে জাতিসংঘের নতুন শান্তি দূত হিসেবে ব্রিটেনের নাগরিক মার্টিন গ্রিফিথসকে নিয়োগ দিতে আগ্রহী। 

জাতিসংঘ জানায়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়ায় দেশটির এক কোটি ৭০ লাখ লোকের খাদ্য সাহায্য প্রয়োজন। এ সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ। এদের মধ্যে প্রায় ৭০ লাখ লোক দুর্ভিক্ষ ঝুঁকির মধ্যে রয়েছে।

এক চিঠিতে গুতেরেস লিখেছেন, সংঘাত সমাধান ও মধ্যস্থতা বিষয়ক আলোচনায় গ্রিফিথস’র অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনি ব্রাসেলস ভিত্তিক ইউরোপিয়ান ইনস্টিটিউট অব পিচের নির্বাহী পরিচালক।
উল্লেখ্য,গ্রিফিথ মৌরিতানিয়ার ওদ শেখ আহমেদের স্থলাভিষিক্ত হবেন। এ মাসের শেষের দিকে তার চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ায় ইয়েমেনের দূত হিসেবে তিনি আর এ পদে থাকতে চান না বলে গত মাসে ঘোষণা দেন।

শেখ আহমেদ ২০১৫ সালের এপ্রিলে ইয়েমেনে জাতিসংঘ দূত হিসেবে যোগ দেন। দেশটির সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতি আনতে তিনি কার্যত ব্যর্থ হন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer