Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ইয়াহু আর ইয়াহু নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ২০ জুন ২০১৭

আপডেট: ১৬:০৪, ২০ জুন ২০১৭

প্রিন্ট:

ইয়াহু আর ইয়াহু নেই

ঢাকা : ইন্টারনেটের দুনিয়ায় রাজত্বকারী প্রতিষ্ঠান ইয়াহু আর ইয়াহু নেই। ভেরাইজনের কাছ থেকে ইয়াহুকে ৪৪৮ কোটি মার্কিন ডলারে কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ওথ আইএনসি। ১৯৯৫ সালে যাত্রা শুরু করে অল্পদিনের মধ্যে ইন্টারনেট বিশ্বে রাজত্ব করে আসছিলো ইয়াহু।

সিএনএন এ প্রকাশিত খবরে জানা গেছে, ইয়াহু ও এওএলকে নিয়ে একটি নতুন ডিজিটাল মিডিয়া কোম্পানি তৈরি করছে ভেরাইজন। নতুন ওই কোম্পানির নাম ‘ওথ’। ওথ ইয়াহুকে কিনে নেবার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মেয়ারও ইয়াহু থেকে পদত্যাগ করছেন।

ইয়াহু ও এওএলকে নিয়ে তৈরি ভেরিজনের লক্ষ্য হলো, ইয়াহুর নেটওয়ার্ক কাজে লাগিয়ে ফেসবুক, গুগলের মতো অনলাইন বিজ্ঞাপনী প্রতিষ্ঠান গড়ে তোলা। ইয়াহুকে অধিগ্রহণের ফলে ইন্টারনেটের জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের একটি যুগের সমাপ্তির অপেক্ষা মাত্র।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer