Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ইসি পুনর্গঠনে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন রাষ্ট্রপতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ৬ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইসি পুনর্গঠনে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন রাষ্ট্রপতি

ঢাকা : রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে নিবন্ধনকৃত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন।

রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ দেয়ার আগে সংবিধানের ১১৮ ধারা মোতাবেক এ আলোচনা করবেন। ১৬ ডিসেম্বরের পর এ আলোচনা শুরু হতে পারে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন আজ বাসসকে একথা জানান।

বর্তমান কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে। নতুন নির্বাচন কমিশনের অধীনে ২০১৯ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরআগে ২০১২ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন গঠন করেছিলেন। দেশে বর্তমানে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।

এদিকে বিএনপি আজ সকালে নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কিত তাদের প্রস্তাব বঙ্গভবনে হস্তান্তর করেছে বলে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহমুদুল হাসান বাসসকে একথা বলেন।

বিএনপি’র ভাইস চেয়ারপার্সন মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের প্রস্তাব বঙ্গভবনে রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. মইনুর রহমানের হাতে তুলে দেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer