Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ইসি গঠনে খেলাফত মজলিসের ৫ প্রস্তাব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ১৬ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইসি গঠনে খেলাফত মজলিসের ৫ প্রস্তাব

ছবি-পিআইডি

ঢাকা : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের ব্যাপারে রাষ্ট্রপতিকে ৫ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

রাষ্ট্রপতির আমন্ত্রণে সোমবার বিকেল ৩ টায় দলটির চেয়ারম্যান প্রিন্সিপাল হাবিবুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যায়।

বঙ্গভবন থেকে বের হয়ে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

তিনি বলেন, একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য খেলাফত মজসিলসের পক্ষ থেকে ৫ দফা প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়েছে। আমরা আশাবাদী রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলাপ-আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন।

খেলাফত মজলিসের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- ১) একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুনির্দিষ্ট বিধিমালা বা আইন প্রণয়ন, ২) নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশাল করার লক্ষ্যে পৃথক সচিবালয় তৈরি করা, ৩) সকল নিবন্ধিত দলের প্রস্তাবনা বিশ্লেষণ করে অধিকাংশ দলের ঐকমত্যের ভিত্তিতে ইসি পুনর্গঠন করা, ৪) সর্বজন শ্রদ্ধেয়, ক্ষমক্ষম, বিতর্কিত নন, এমন একজন সাবেক প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক কোনো বিচারপতিকে প্রধান নির্বাচন কমিশণার নিয়োগ ও ৫) সর্বজন শ্রদ্ধেয়, নিরপেক্ষ, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন এবং এ কমিটিতে একজন বিশিষ্ট আলেমকে রাখা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer