Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ইসরাইলে আল-জাজিরার সম্প্রচার বন্ধ করতে চান নেতানিয়াহু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ২৭ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইসরাইলে আল-জাজিরার সম্প্রচার বন্ধ করতে চান নেতানিয়াহু

ঢাকা : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার রাতে জানিয়েছেন, তিনি ইসলাইলে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বন্ধ করতে চান।

তিনি চ্যানেলটির বিরদ্ধে জেরুজালেমের স্পর্শকাতর পবিত্র স্থান কেন্দ্রিক চলমান উত্তেজনা নিয়ে উসকানিমূলক সংবাদ সম্প্রচারের অভিযোগ করেন।

অতিসম্প্রতি নেতানিয়াহু তার ফেসবুকে লেখেন, ‘আল-জাজিরা চ্যানেলটি অব্যাহতভাবে টেম্পল মাউন্টকে নিয়ে উসকানিমূলক সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।’

নেতানিয়াহু বলেন, ‘আমি একাধিকবার জেরুজালেমে চ্যানেলটির অফিস বন্ধ করে দেয়ার জন্য আইন প্রনয়ণকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছি।’

তিনি বলেন, ‘যদি আইনগতভাবে তা করা সম্ভব না হয়, তবে আমি ইসরাইল থেকে আল-জাজিরার সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় আইন সংশোধন করব।’

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের ওপর পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনের জন্য বরাবরই চ্যানেলটিকে দায়ী করা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer