Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বহাল রাখছেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ১৩ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বহাল রাখছেন ট্রাম্প

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি ইরানের ওপর পুনরায় অবরোধ আরোপ না করে আপাতত ২০১৫ সালের যুগান্তকারী চুক্তিটিই বহাল রাখবেন।

ট্রাম্প অনিচ্ছাসত্ত্বেও অবরোধ মওকুফ বিলে স্বাক্ষর করতে সম্মত হয়েছেন। ওয়াশিংটন আরো ১২০দিন এই চুক্তি বহাল রাখবে। তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ‘এটাই শেষ।’

তিনি চান বর্তমান চুক্তির ত্রুটি বিচ্যুতির কারণে এই চার মাসে কংগ্রেস ও আমেরিকার প্রধান ইউরোপীয় বন্ধুরা তেহরানের সঙ্গে সমঝোতা ছাড়াই একটি নতুন চুক্তির খসড়া তৈরি করে।
ট্রাম্প এক বিবৃতিতে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বহাল রাখছেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৩ জানুয়ারি, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি ইরানের ওপর পুনরায় অবরোধ আরোপ না করে আপাতত ২০১৫ সালের যুগান্তকারী চুক্তিটিই বহাল রাখবেন।

ট্রাম্প অনিচ্ছাসত্ত্বেও অবরোধ মওকুফ বিলে স্বাক্ষর করতে সম্মত হয়েছেন। ওয়াশিংটন আরো ১২০দিন এই চুক্তি বহাল রাখবে। তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ‘এটাই শেষ।’

তিনি চান বর্তমান চুক্তির ত্রুটি বিচ্যুতির কারণে এই চার মাসে কংগ্রেস ও আমেরিকার প্রধান ইউরোপীয় বন্ধুরা তেহরানের সঙ্গে সমঝোতা ছাড়াই একটি নতুন চুক্তির খসড়া তৈরি করে।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও আমি এখনো ইরানের সঙ্গে পরমাণু চুক্তিটি বহাল রেখেছি।’

তিনি আরো বলেন, ‘সামনে দুটি পথই খোলা রয়েছে। তা হলো- হয় চুক্তিটির শর্তগুলো বদলাতে হবে, নয় যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরে দাঁড়াতে হবে।’বলেন, ‘ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও আমি এখনো ইরানের সঙ্গে পরমাণু চুক্তিটি বহাল রেখেছি।’

তিনি আরো বলেন, ‘সামনে দুটি পথই খোলা রয়েছে। তা হলো- হয় চুক্তিটির শর্তগুলো বদলাতে হবে, নয় যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরে দাঁড়াতে হবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer