Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, বুধবার ১৭ এপ্রিল ২০২৪

ইরাদ ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইরাদ ৪ দিনের রিমান্ডে

ঢাকা : ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ও তথ্য বিকৃতি করে প্রচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপির সাবেক নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর কোতয়ালী থানায় দায়ের করা সাইবার ক্রাইম মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশীদ আলম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম টিম তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার আলিমুজ্জামান জানান, ইরাদ আহমেদ বৃহস্পতিবার সকালে তুরস্ক যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন। সেখান থেকে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer