Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ইভান দুকো কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৬, ১৮ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইভান দুকো কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট

ঢাকা : কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির কনজারভেটিভ নেতা ইভান দুকো। ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী গুস্তাভো পেত্রোকে হারিয়েছেন এই নতুন নেতা।

এই জয়ের ফলে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সরকারের ঐতিহাসিক শান্তিচুক্তি নিয়ে আলোচনা সামনে এসেছে।দুকোকে সমর্থন করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিব।এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ‘ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংকে’ কাজ করতেন। তিনি কর হার হ্রাস ও বিনিয়োগ বাড়ানোর জন্য চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যবসায়ীদের কাছে তিনিই প্রথম পছন্দ।

ডুকে পেত্রোর সমালোচনায় চ্যাভেজের নাম নিয়ে এসেছেন সামনে। তার নির্বাচনি প্রচারণার জন্য টাঙানো বিলবোর্ডে লেখা হয়েছে, ডুকেকে ভোট না দিলে কলম্বিয়া আরেকটা ভেনেজুয়েলা হয়ে যাবে। এমন প্রচারণার কারণ, সমাজতন্ত্রী পেত্রো প্রকাশ্যে হুগো চ্যাভেজের প্রশংসা করেছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer