Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ইবোলার দীর্ঘ মেয়াদী প্রভাবের তথ্য প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ১৪ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইবোলার দীর্ঘ মেয়াদী প্রভাবের তথ্য প্রকাশ

ঢাকা : ইবোলায় আক্রান্তদের চিকিৎসা করে ভাইরাসমুক্ত ঘোষণার এক বছর পরও তাদের দূর্বলতা কাটছে না।

গিনিতে এই ভাইরাসের ওপর একটি পরীক্ষা চলছে। এতে ভাইরাসটিতে আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পরও ফলোআপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গবেষকরা রোববার জানান, ইবোলা ভাইরাস থেকে সুস্থ হওয়া রোগীদের মধ্যে গড়ে তিন চতুর্থাংশের ইবোলা পরবর্তী লক্ষণ দেখা গেছে। সুস্থ হওয়ার পর তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার পর এক বছর পর্যবেক্ষণে রেখে এ তথ্য পাওয়া গেছে।

এদের মধ্যে ১৮ শতাংশ লোকের চোখের সমস্যা দেখা দিয়েছে এবং আটজন সম্পূর্ণভাবে অন্ধ হয়ে গেছে। এদের মধ্যে দুই শতাংশ বা ১৯ জন বধির হয়ে গেছে।
এটা এখন পর্যন্ত ইবোলায় আক্রান্তদের সুস্থ হওয়ার পর তাদের ওপর পরিচালিত সবচেয়ে দীর্ঘ ও বড় পরীক্ষা।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই জরিপে অংশ নেয়া প্রতি চার জনের মধ্যে প্রায় একজন জোড়া ও মাংসপেশীতে ব্যথায় আক্রান্ত হয়েছে, ৩৫ শতাংশ প্রচন্ড মাথা ব্যথায় ভুগছে এবং ২২ শতাংশের পাকস্থলিতে যন্ত্রণা হচ্ছে।
এদের মধ্যে ১৭ শতাংশ লোকের মধ্যে হতাশার লক্ষণ দেখা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer