Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ১৬ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

ফাইল ছবি

ঢাকা : শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায়  ৭ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক একটি সংবাদমাধ্যম।

ইন্দোনেশিয়ান মেটিয়রলজি এজেন্সি নামক এই সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাসিকমালয়া শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে।

ন্যাশনাল ডিজাস্টার মিসিগেশন এজেন্সির মুখপাত্র সুতোপো পারও নাগ্রহ জানান, ভূমিকম্পে কিয়ামিস এলাকায় ৬২ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পকবলিত এলাকায় আফটার শক আঘাত হানতে পারে। উপকূলীয় কিছু এলাকায় প্রথমে সুনামি সংকেত জারি করা হলেও পরে অবশ্য তা তুলে নেওয়া হয়েছে।

ভূমিকম্পের কারণে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোটেল ছেড়ে রাস্তায় নেমে আসেন অনেকে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer