Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ইন্টার্নশিপে বিদেশ যাচ্ছে পশুপালন অনুষদের ১৭ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৮, ৫ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইন্টার্নশিপে বিদেশ যাচ্ছে পশুপালন অনুষদের ১৭ শিক্ষার্থী

ছবি: বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : ইন্টার্নশিপে প্রথমবারের মত বিদেশ যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ১৭ শিক্ষার্থী। সোমবার পশুপালন অনুষদের সম্মেলন কক্ষে ‘বিদেশী ভেন্যুর ইন্টানশিপের উদ্বোধন’ শীর্ষক একটি অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

উল্লেখ্য, প্রতি বছর ইন্টার্নশিপ প্রোগামে অংশ নেয় অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় প্রথমবারের মত দেশের বাইরে যাচ্ছেন এ অনুষদের ১৭ জন শিক্ষার্থী। আগামী তিন মাস তারা বিদেশে অবস্থান করবেন। এদের মধ্যে থাইল্যান্ডে ১০ জন, জাপানে ২ জন ও নেপালে ৫ জন শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশ নিবেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer