Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ইতালিতে ভূমিকম্পে প্রাণ ও সম্পদহানিতে প্রধানমন্ত্রীর শোক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ২৭ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইতালিতে ভূমিকম্পে প্রাণ ও সম্পদহানিতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার ইতালিতে ভয়ঙ্কর এক ভূমিকম্পে প্রাণ ও সম্পদহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।

ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজিকে আজ পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, ‘বুধবার ভোররাতে মধ্য ইতালির বিস্তৃত পার্বত্য এলাকা জুড়ে আঘাতহানা ভূমিকম্পে বহু নিরীহ মানুষের মর্মান্তিক মৃত্যু এবং ধ্বংসস্তুপের নিচে আটকে পড়ায় আমি গভীরভাগে শোকাহত ও দুঃখিত।’

তিনি বলেন, ইতালির এই কঠিন সময়ে ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে আমি ইতালির সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে ইতালির জনগণের প্রতি গভীর শোক জানাচ্ছি এবং শোকার্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি।’

মধ্য ইতালিতে শক্তিশালী ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা শুক্রবার ২৮১ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা বলেছেন, বিধ্বস্ত পার্বত্য গ্রামগুলোতে ধ্বংসস্তুপের নিচে বেঁচে থাকা লোকদের উদ্ধারে উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

বুধবার ভোরের আগে আঘাতহানা ওই ভূমিকম্পে শত শত লোক আহত হয়েছে এবং অনেক মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer