Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ইজরায়েলকে পরখ নয়, হুঁশিয়ারি নেতানিয়াহু’র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ১০:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

প্রিন্ট:

ইজরায়েলকে পরখ নয়, হুঁশিয়ারি নেতানিয়াহু’র

ফাইল ছবি

ঢাকা : ইরানকে চড়া স্বরে হুঁশিয়ার করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভাঙা ড্রোনের টুকরো হাতে নিয়ে ইরানের বিদেশ মন্ত্রীর নাম করে সতর্কবার্তা দিলেন তিনি। ইজরায়েলের দৃঢ়তার পরীক্ষা যেন না নেয় ইরান— হুঁশিয়ারি নেতানিয়াহু’র।

শনিবার মিউনিখ সিকিওরিটি কনফারেন্সে ভাষণ দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। ভাষণের মাঝেই একটি আয়তাকার ধাতব বস্তু হাতে করে তুলে ধরেন তিনি। গাঢ় সবুজ রঙের ওই টুকরোটি একটি ইরানি ড্রোনের ধ্বংসবাশেষ বলে নেতানিয়াহু জানান। ইজরায়েলের আকাশসীমায় সেটি ঢুকেছিল এবং সেটিকে গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেন তিনি।

ইরানের প্রতি বেঞ্জামিন নেতানিয়াহু’র হুঁশিয়ারি, ‘‘ইজরায়েলের দৃঢ়তার পরীক্ষা নেবেন না।’’ ইরানি বিদেশ মন্ত্রী জাভেদ জারিফকে নাম ধরে সম্বোধন করে নেতানইয়াহু বলেন, ‘‘মিস্টার জারিফ, এটা চিনতে পারছেন? চিনতে পারা উচিত। এটা আপনাদের।’’

ইরানি ড্রোনটি গত ১০ ফেব্রুয়ারি সিরিয়া থেকে ইজরায়েলে প্রবেশ করে বলে নেতানিয়াহু জানিয়েছেন। ইজরায়েলি বাহিনী অত্যন্ত দ্রুত সেটিকে গুলি করে নামায়। তার পরে সিরীয় ভূখণ্ডে ইজরায়েল বিমানহানাও চালায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer