Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

‘ই-পোস্ট সেন্টার থেকে ভিডিও কনফারেন্সে দেশ-বিদেশে কথা বলা যাবে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ১১ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘ই-পোস্ট সেন্টার থেকে ভিডিও কনফারেন্সে দেশ-বিদেশে কথা বলা যাবে’

ঢাকা : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেছেন, আধুনিক তথ্যপ্রযুক্তি সংবলিত গ্রামীণ ই-পোস্ট সেন্টার থেকে জনগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ-বিদেশে প্রিয়জনের সাথে কথা বলতে পারবেন।

তিনি রোববার সংসদে সরকারি দলের সদস্য এস. এম. মোস্তফা রশিদীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ই-সেন্টারের মাধ্যমে গ্রামীণ কম্পিউটার জ্ঞান সম্পন্ন উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ৮ হাজার ৫শ’ ই-পোস্ট সেন্টারে বর্তমানে ১৭ হাজার উদ্যোক্তা কাজ করছে। ই-সেন্টাগুলো একজন নারী ও একজন উদ্যোক্তা শ্রেণী পোস্ট ই-সেন্টার পরিচালনা করেন।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের সিসিটি প্রকল্পের আওতায় ১৪ হাজার ১২৭টি অতি দরিদ্র পরিবারকে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ১৩ কোটি ৭১ লাখ ১৭ হাজার ২৭০ টাকা ভাতা পরিশোধ করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ইজিপিপি প্রকল্পের আওতায় ৯ হাজার ৯৮৭টি অতি দরিদ্র পরিবারকে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ৮ কোটি ১১ লাখ ৫৪ হাজার টাকা ভাতা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে। তেমনি জাতিসংঘের এফএও এর অর্থায়নে বনবিভাগের ২ হাজার ২৫৩ জন সুবিধাভোগীকে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ৪ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৯৭৫ টাকা ভাতা প্রদান চলমান রয়েছে।

তারানা হালিম বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৪ হাজার ৮৭৩ জন বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে ১১ কোটি ৭৮ লাখ ২০ হাজার ৮শ’ টাকা পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে বিতরণ চলমান রয়েছে। জার্মান রেডক্রসের অর্থায়নে ১ হাজার ৭২২ জন দরিদ্র বন্যাদুর্গত ব্যক্তিদের ২ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৩১৩ টাকা ভাতা পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে প্রদান করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer