Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ই-গভর্নেন্স ও ক্লিন এয়ারের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ১৮ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ই-গভর্নেন্স ও ক্লিন এয়ারের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি

ঢাকা : ই-গভর্নমেন্ট সেবা এবং ঢাকা নগরীর বাতাসের মানোন্নয়নে সরকার মঙ্গলবার বিশ্বব্যাংকের সঙ্গে মোট ৭৪ মিলিয়ন ডলার অতিরিক্ত অর্থায়নে দু’টি চুক্তিতে স্বাক্ষর করেছে।

এই বর্ধিত অর্থের ৩৯ মিলিয়ন ডলার ব্যয় হবে লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটিজিইজি) প্রকল্পে। যাতে সরকারের সকল মন্ত্রণালয় এবং সংস্থাগুলো তাদের সিস্টেম ও সেবার জন্য টেকনোলজি বিনিময়ের পর্যাপ্ত সুযোগ পায় সে জন্য ই-গভর্নমেন্ট অবকাঠামো ও সেবার উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।

অপর ৩৫ মিলিয়ন ডলার ব্যয় হবে ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল প্রজেক্টে (এসএএসপি)। ঢাকার পরিবেশগত অবস্থা, পরিবহন ও ট্রাফিক সমস্যা সমাধান এবং ঢাকার বাতাসের মানোন্নয়নে এই প্রকল্প নেয়া হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আজ বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজেশ্বরী পরালকার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদা বেগম চুক্তিতে স্বাক্ষর করেন।

বিশ্বব্যাংক জানায়, শহর এলাকার দূষিত বাতাস স্বাস্থ্যের জন্য মারাত্মক, জীবন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বায়ু দূষণ ২০ শতাংশ হ্রাস পেলে বছরে ১ হাজার ২ মানুষের প্রাণ বাঁচবে। কয়েক কোটি লোক বায়ু দূষণজনিত রোগ থেকে রেহাই পাবে।

বাড়তি অর্থায়নে আরো ৫টি এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন প্রতিষ্ঠা করা হবে।

এই বাড়তি অর্থায়নে শিল্পখাত থেকে বায়ু-দূষণ রোধ এবং উন্নত মনিটরিংয়ের জন্য সকল বিভাগীয় অফিসে মোবাইল এয়ার কোয়ালিটি ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

এই ঋণ নিম্ন সুদে ৩৮ বছর মেয়াদী এবং সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer