Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

আশ্বাসে অনশন ভাঙলেন ইবতেদায়ি শিক্ষকরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১৬ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আশ্বাসে অনশন ভাঙলেন ইবতেদায়ি শিক্ষকরা

ফাইল ছবি

ঢাকা : জাতীয়করণের দাবিতে আমরণ অনশনে থাকা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা তাদের অনশন প্রত্যাহার করেছেন। শিক্ষা সচিব মো. আলমগীর হোসেনের (কারিগরি ও মাদ্রাসা) আশ্বাসে মঙ্গলবার শিক্ষকরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

এই আশ্বাসের ফলে জাতীয় প্রেসক্লাবের সামনে আট দিন ধরে চলা আমরণ অনশন কর্মসূচির অবসান হল।

দুপুরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান দাবি মানার আশ্বাস পাওয়ার কথা জানান।

এর আগে রোববার শিক্ষামন্ত্রীর সঙ্গে তিন দফা বৈঠকে বসলেও তার ‘আশ্বাসে’ সাড়া দেননি ইবতেদায়ি শিক্ষকরা।

প্রাথমিক বিদ্যালয়ের মতো এ মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে আসছেন শিক্ষকরা।

জাতীয়করণের দাবিতে গত ১ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান শুরু করেন শিক্ষকরা। এর আট দিন পর আমরণ অনশনে রূপ নেয় শিক্ষক সমিতির আন্দোলন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer