Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের নিয়ে লিগ্যাল এইড ক্যাম্প

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ২১ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের নিয়ে লিগ্যাল এইড ক্যাম্প

ছবি : বহুমাত্রিক.কম

সাভার : সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার পাঁচ বছর উপলক্ষে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের নিয়ে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর মডেল স্কুলে সজাগ কোয়ালিশন (৯ ব্লাস্ট) এর পক্ষে এ লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়। লিগ্যাল এইড ক্যাম্পে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।

লিগ্যাল এইড ক্যাম্প থেকে জানানো হয়, পোশাক কারখানার কর্মস্থলকে নিরাপদ করার পাশাপাশি নারী শ্রমিকদের আধিক্য থাকা। এ শিল্পে নারী শ্রমিকদের জন্য অনুকুল কর্মপরিবেশ নিশিচত করতে হবে।

রানা প্লাজা ট্রাজেডি দিবস উপলক্ষ্যে গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনা সৃষ্টি ও আইন সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই লিগ্যাল এইড ক্যাম্প। এখান থেকে বিনা কারণে বিভিন্ন কারখানার চাকুরিচ্যুত শ্রমিকদের আইনজিবীদের মাধ্যমে বিনামুল্যে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান তারা।

লিগ্যাল এইড ক্যাম্পে এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর মডেল ১ স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কুসুম মোল্যা, সজাগ কোয়ালিশনের প্রকল্প পরিচালক রওশন আরাসহ আরো অনেকে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer