Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

আর্থ আত্মসাতের দায়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৭, ২৯ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আর্থ আত্মসাতের দায়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কারাগারে

ছবি-সংগৃহীত

কুষ্টিয়া : অর্থ আত্মসাতের অভিযোগে দুর্ণীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ বারেকুজ্জামান এর আদালতে হাজির হয়ে কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষ আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদক’র আঞ্চলিক উপ-পরিচালক আব্দুল গাফ্ফার জানান, কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ২০টি প্রকল্প দেখিয়ে প্রায় ৩১লক্ষ টাকা অর্থ আত্মসাত করেন। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আমি বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করি।

সেই মামলায় মঙ্গলবার তাকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer