Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

আরো ৪ শতাংশ বৃদ্ধি পেল হজযাত্রীদের প্রতিস্থাপন কোটা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৪, ২১ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আরো ৪ শতাংশ বৃদ্ধি পেল হজযাত্রীদের প্রতিস্থাপন কোটা

ঢাকা : সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে শর্ত সাপেক্ষে হজযাত্রীদের প্রতিস্থাপন কোটা আরো ৪ শতাংশ বাড়িয়েছে সরকার। এনিয়ে, প্রতিস্থাপন কোটা দাঁড়ালো ৮ শতাংশে। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নতুন সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ধর্মমন্ত্রণালয়ের নেয়া সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে হাব।

এবছরের হজযাত্রা শুরুর পর থেকেই প্রতিস্থাপন কোটা বাড়ানোর দাবি জানিয়ে আসছে হজ এজেন্সিগুলো। তাদের বক্তব্য, কোটা না বাড়ালে ১৩ হাজার যাত্রী হজ পালন করতে পারবেননা। এমন প্রেক্ষাপটে গত ১৬ ও ১৭ জুলাই ধর্মমন্ত্রনালয় ১৪৪টি হজ এজেন্সির সঙ্গে মতবিনিময় করেন।

বিষয়টি পর্যালোচনা করে শনিবার সংবাদ সম্মেলন করলেন ধর্মমন্ত্রী। সন্ধ্যায় মিন্টু রোডের বাসভবনে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে শর্ত সাপেক্ষে হজযাত্রীদের প্রতিস্থাপন কোটা আরো ৪ শতাংশ বাড়িনোর ঘোষণা দেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, `সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে শর্ত সাপেক্ষে প্রতিস্থাপন কোটা আরো ৪ শতাংশ বাড়িনোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।`

হজ এজেন্সি অব বাংলাদেশ হাবের কর্মকর্তা বলেন, `৪ শতাংশ অনুমোদন দেয়া মানেই হাবের যে দাবি ছিল, সে দাবির ন্যায্যতা এখানে প্রতিফলিত হল।`

এদিকে, হজযাত্রার অষ্টম দিনে অনেকটা নির্বিঘ্নেই সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন মুসল্লিরা। ভোর ছয়টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটের মধ্য দিয়ে শুরু হয় অষ্টম দিনের হজযাত্রা।

এ বছর পবিত্র হজ পালনে প্রায় ১ লাখ ২৭ হাজার মুসল্লির সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত পয়ত্রিশ হাজারের বেশি হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। আগামী পনের আগস্ট পর্যন্ত হজ যাত্রা চলবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer