Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

আরো ১১টি কৃষি পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ২৪ জানুয়ারি ২০১৭

আপডেট: ১৮:৩৪, ২৪ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

আরো ১১টি কৃষি পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক

ঢাকা : আরো ১১টি পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক করেছে সরকার। এসব পণ্যগুলো হলো-পেঁয়াজ, আদা, রসুন, ডাল, আলু, আটা, ময়দা, মরিচ, হলুদ, ধনিয়া ও তুষ-খুদ-কুড়া। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট জারি করেছে।

এর আগে ২০১৫ সালের ১৭ ডিসেম্বর ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ এবং পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের মোড়ক ব্যবহারের নির্দেশ দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

২০১০ সালে পণ্যের মোড়কীকরণে পাটের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রণয়ন করে সরকার। আইনে সরকারি-বেসরকারি খাতের ২০ কেজির চেয়ে বেশি ওজনের পণ্যের মোড়কে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer