Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

আরো দু’টি বোয়িং এয়ারক্র্যাফট লিজ নেবে বিমান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ১৬ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আরো দু’টি বোয়িং এয়ারক্র্যাফট লিজ নেবে বিমান

ঢাকা : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছরের ডিসেম্বর নাগাদ কমপক্ষে আরো দু’টি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট লিজ নেয়ার প্রক্রিয়া শুরু করেছে।

দুই দশকের পুরনো দু’টি এয়ারক্র্যাফট এয়ারবাস এ৩১০-৩০০ গত মাসে অকেজো হয়ে পড়ে। এরই পরিবর্তে দু’টি বোয়িং লিজ নেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) শাকিল মেরাজ রোববার বাসসকে জানান, দু’টি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট ‘দীর্ঘ সময়ের জন্য’ লিজ নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

তিনি বলেন, ‘এ বছরের ডিসেম্বর নাগাদ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। বিমান এজন্য রিকোয়েস্ট ফর প্রোপোজাল (আরএফপি) আহ্বান করলে বেশ কয়েকটি কোম্পানি প্রস্তাব জমা দিয়েছে।’

তিনি বলেন, ‘এখন আমরা এসব প্রস্তাব মূল্যায়ন করছি এবং এ থেকে উপযুক্ত একটিকে বাছাই করা হবে।’

আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে অকেজো দুই এয়ারক্র্যাফট বিক্রি করে দেয়া হবে বলে তিনি জানান।
বহরে দু’টি নতুন এয়ারক্র্যাফট যুক্ত হলে বিমানে মোট এয়ারক্র্যাফটের সংখ্যা দাঁড়াবে ১৪ তে।
মেরাজ জানান, পরবর্তী গ্রীষ্মে বিমানের ৪টি নতুন রুট চালু হবে। এতে থাকবে নতুন ও আধুনিক এয়ারক্র্যাফট।

তিনি বলেন, ‘৪টি রুটের দু’টি হবে চীনে, একটি মালদ্বীপ এবং একটি হবে শ্রীলংকায়।’
এর আগে বিমানকে আধুনিকায়নের উদ্যোগের অংশ হিসেবে বোয়িং থেকে ৪টি নতুন ৭৭৭-৩০০ ইআর এয়ারক্র্যাফট ক্রয় করা হয়।

এরপর বিমানের বহরকে শক্তিশালী করতে আনা হয় বোয়িং ৭৭৭-২০০ ইআর এয়ারক্র্যাফট, ৪টি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট ও দু’টি ডাস ৮-কিউ৪০০ এয়ারক্র্যাফট।

এছাড়া দু’টি আধুনিক বোয়িং ৭৮৭ ড্রিম লাইনার্স-এর জন্য বোয়িং-এর সঙ্গে একটি চুক্তি করেছে বিমান। এটি আসবে ২০১৯ সাল নাগাদ। দুরবর্তী রুটের জন্য এটি বিমানের সামর্থ জোরদার করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer