Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

আরাফাত সানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৮ জুলাই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ২০ জুন ২০১৭

আপডেট: ১৩:৪০, ২০ জুন ২০১৭

প্রিন্ট:

আরাফাত সানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৮ জুলাই

ঢাকা : নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আরাফাত সানির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের জন্য ১৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন। 

ওই মামলায় আজ তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা সময় আবেদন করায় আদালত এ দিন ধার্য করেন। আরাফাত সানির আইনজীবী এম জুয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৪ সালের ১২ ডিসেম্বরে ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে ৫ লাখ এক টাকা দেনমোহরে নাসরিন সুলতানার বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর ক্রিকেটার আরাফাত সানি নাসরিনের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

এই ঘটনায় আরাফাত সানির স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা ঢাকার ৪নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের জন্য মারধরের অভিযোগে সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে মামলা করেন। এর আগে ভিন্ন ধারায় নাসরিন আরো দুটি মামলা করেন।

আদালত মামলাটি এজাহার হিসেবে নেয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন এবং গত ৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানা মামলাটি এজাহার হিসাবে রেকর্ড করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer