Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

আরও ৪৫টি ড্রেজার ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে : পানি সম্পদ মন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আরও ৪৫টি ড্রেজার ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে : পানি সম্পদ মন্ত্রী

ঢাকা : পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আরও ৪৫টি ড্রেজার ক্রয়ের জন্য বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে ডিপিপি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি রোববার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমান সরকারের সময়কালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মোট ৭টি ড্রেজার (৬৫০ মিঃ মিঃ ৫ সেট ও ৫০০ মিঃ মিঃ ২ সেট) ও আনুষঙ্গিক জলযান (ওয়ার্ক হাউজবোট) সংগ্রহ করেছে। ৪টি ৬৫০ মিঃ মিঃ ড্রেজার সরবরাহ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

পানি সম্পদ মন্ত্রী বলেন, বর্তমানে ‘বাংলাদেশের নদী খননের জন্য ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয়’ প্রকল্পের আওতায় আরও ১২টি ড্রেজার (৫০০ মিঃ মিঃ ২ সেট ও ২৫০ মিঃ মিঃ ১০ সেট) ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

তিনি বলেন, এ সকল ড্রেজার দ্বারা ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে দেশের নদ-নদীগুরোর নিয়মিত মেইনটেনেন্স ড্রেজিংয়ের মাধ্যমে নদীর প্রবাহ এবং নাব্যতা বজায় রাখা সম্ভব হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer