Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

আমেরিকানদের বদলে বিদেশিদের আর চাকরি নয় : ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১, ১০ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আমেরিকানদের বদলে বিদেশিদের আর চাকরি নয় : ট্রাম্প

ঢাকা : প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই আউটসোর্সিং নিয়ে সরব হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকানদের কাজ চুরি করে ভারত-চীন-মেক্সিকোর মতো দেশগুলিতে পাঠিয়ে দেওয়ার জন্য তিনি বিভিন্ন কোম্পানিকে হুঁশিয়ারি দিয়েছিলেন।

এবার ভোটে জিতেই তিনি জানিয়ে দিলেন, আমেরিকানদের পরিবর্তে বিদেশী কর্মীকে চাকরি দেওয়া তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না। পরোক্ষভাবে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, ডিসনি ওয়ার্ল্ড ও অন্যান্য মার্কিন কোম্পানিগুলিতে যেভাবে এইচ-১বি ভিসায় ভারতীয় সহ অন্যান্য দেশের নাগরিকদের আনা হয়, তা মেনে নেওয়া হবে না।

সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, যে সমস্ত আমেরিকানদের চাকরি থেকে ছেঁটে ফেলা হয়েছে ভোটের প্রচারের সময় তাঁদের সঙ্গে তিনি অনেকটা সময় কাটিয়েছেন।

তাঁদের পরিবর্তে বিদেশী কর্মী আনা হয়েছে। আর ওই বিদেশী কর্মীদের প্রশিক্ষণ দিতে মার্কিন কর্মীদের বাধ্য করা হয়েছে। এসব আর ঘটতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ট্রাম্প। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer