Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘আমরা আন্তরিকভাবে চাই, বিএনপি নির্বাচনে আসুক’

ফেনী সংবাদদাতা

প্রকাশিত: ২১:১৩, ২০ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘আমরা আন্তরিকভাবে চাই, বিএনপি নির্বাচনে আসুক’

ছবি : সংগৃহীত

ফেনী : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার আন্তরিকভাবেই চায়, বিএনপি গতবার যে ভুল করেছে সে ভুলের পুনরাবৃত্তি না ঘটিয়ে নির্বাচনে আসুক। এটা আমরা আন্তরিকভাবে চাই। কারণ আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে চাই।’

সোমবার ফেনীতে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপিকে নির্বাচনে আসার আমন্ত্রণ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ফাঁকা মাঠে কাউকে গোল দিয়ে দেব এ রকম নির্বাচন সরকার করতে চায় না।’

 সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আদালতে মামলা বিচারাধীন আছে। সে মামলার কার্যক্রম এগিয়ে চলছে। মামলায় একটা রায় হবে। রায়ে বেগম জিয়া দণ্ডিত হবেন না খালাস হবেন, তা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। যদি তিনি দণ্ডিত হন তাহলে তো নিম্ন আদালতের যে রায় সেটার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়া যাবে। কাজেই তাঁরা আগাম কেন এ নিয়ে অন্ধকারে ঢিল ছুড়ছেন। আমি জানি না, তাঁরা কি নিশ্চিত হয়ে গেছেন যে বেগম জিয়া দণ্ডিত হবেন?  যেকোনো কিছু হতে পারে আদালতের রায়। সেটা তো আমরা এ মুহূর্তে বলতে পারছি না।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে চারলেনের ফেনী অংশের ফ্লাইওভার। চলতি বছরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উদ্বোধন করবেন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer