Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

‘আমদানিকৃত ১০.৮৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য দেশে পৌঁছেছে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ১৫ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘আমদানিকৃত ১০.৮৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য দেশে পৌঁছেছে’

ছবি : ফাইল ছবি

ঢাকা : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, চলতি অর্থবছরে ভিয়েতনাম, ভারত, থাইল্যান্ড, কম্বোডিয়া ও রাশিয়া থেকে ১০ লাখ ৮৬ হাজার মেট্রিক টন খাদ্যশস্য (চাল ও গম) দেশের বন্দরে এসে পৌঁছেছে।

তিনি সোমবার সংসদে জাতীয় পার্টির সদস্য নূরুল ইসলাম মিলনের এক প্রশ্নের জবাবে বলেন, জি টু জি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা এসব খাদ্যশস্যের মধ্যে ৮ লাখ ১৮ হাজার মেট্রিক টন খালাস করা হয়েছে। বাকি ২ লাখ ৬৮ হাজার মেট্রিক টন খালাস চলছে।

তিনি বলেন, মিয়ানমার থেকে জি টু জি এর আওতায় ১ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৫২ হাজার মেট্রিক টন চাল দেশের বন্দরে এসে পৌঁছেছে এবং ৩১ হাজার মেট্রিক টন খালাস সম্পন্ন হয়েছে।

মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৫ লাখ মেট্রিক টন চালের মধ্যে ইতোমধ্যে ৭ লাখ ৭০ হাজার মেট্রিক টন চাল দেশের বন্দরে এসে পৌঁছেছে, যা লক্ষ্যমাত্রার শতকরা ৫১ দশমিক ৩৩ ভাগ এবং ৫ লাখ মেট্রিক টন গমের মধ্যে ৩ লাখ ১৬ হাজার মেট্রিক টন গম চাল দেশের বন্দরে এসে পৌঁছেছে, যা লক্ষ্যমাত্রার শতকরা ৬৩ দশমিক ২ ভাগ।

বাসস

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer