Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

আবৃত্তিকার কাজী আরিফের অবস্থা সংকটাপন্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ২৯ এপ্রিল ২০১৭

আপডেট: ১২:৪৫, ২৯ এপ্রিল ২০১৭

প্রিন্ট:

আবৃত্তিকার কাজী আরিফের অবস্থা সংকটাপন্ন

ঢাকা : বিশিষ্ট ছড়াকার ও আবৃত্তিশিল্পী মুক্তিযোদ্ধা কাজী আরিফের অবস্থা সংকটাপন্ন।ম্যানহাটানের মাউন্ট সিনাই হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গত ২৫ এপ্রিল কাজী আরিফের দ্বিতীয় দফা ওপেন হার্ট সার্জারি হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

কাজী আরিফকে এখন পর্যন্ত চিকিৎসকেরা `মৃত` বা `ক্লিনিক্যালি ডেড` বলে ঘোষণা করেননি। বতার অবস্থা সংকটাপন্ন।

স্থাপত্য কলাতেও ছিল তার দারুণ দক্ষতা। দেশের স্বাধীনতা অর্জনে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের একজন সংগঠকও ছিলেন তিনি।

কাজী আরিফ ১৯৫২ সালের ৩১ অক্টোবর ফরিদপুর রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। কিন্তু শৈশব থেকেই চট্টগ্রাম শহরে বেড়ে উঠেন তিনি। এরপর পড়াশোনা, রাজনীতি, শিল্প-সাহিত্য সব কিছুরই হাতেখড়ি হয় সেখানেই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer