Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

আবু হেনা চৌধুরীর স্মরণসভায় সাম্রাজ্যবাদীদের ঠেকানোর প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৩, ২৬ অক্টোবর ২০১৬

আপডেট: ১৪:১৫, ২৬ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

আবু হেনা চৌধুরীর স্মরণসভায় সাম্রাজ্যবাদীদের ঠেকানোর প্রত্যয়

ছবি: বহুমাত্রিক.কম

সিলেট : সাম্রাজ্যবাদ বিরোধী নেতা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আবু হেনা চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল কুমার ভৌমিক।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস, সিলেট জেলা শাখার সভাপতি নূরুল হুদা সালেহ, যুগ্ম সম্পাদক মো: ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কবি শহীদ সাগ্নিক, আবু হেনা চৌধুরীর ছোট ভাই জিয়াউর রহমান শিপার, জাতীয় ছাত্রদল শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহদাত হোসেন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আবু হেনা চৌধুরী ছাত্রজীবন থেকেই বাম ধারার প্রগতিশীল রাজনীতির সংস্পর্শে আসেন এবং ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার কর্মী হিসেবে তাঁর রাজনৈতিক জীবনে সূত্রপাত ঘটে। তিনি মার্কসবাদের কালজয়ী আদর্শকে তাঁর জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেন। ৬০’এর দশকে স্বৈরাচার আইয়ুব বিরোধী আন্দোলন, হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, সাম্রাজ্যবাদী স্বার্থে সেন্টো-সিয়াটো জোটে পাকিস্তানের অন্তর্ভূক্তির বিরুদ্ধে সেন্টো-সিয়াটো জোট বিরোধী আন্দোলন, ষাটের দশকের শেষ দিকে মসজিদ আল-আকসাতে ইসরাইলি হামলার প্রতিবাদে ছাত্র-জনতার আন্দোলনসহ সাম্রাজ্যবাদ ও স্বৈরাচার বিরোধী প্রত্যেকটি আন্দোলনে আবু হেনা চৌধুরীর সরব উপস্থিতি ছিল।

তিনি বলেন, ৬০’এর দশকে কমিউনিস্ট আন্দোলনে মতাদর্শিক প্রশ্ন দেখা দিলে আবু হেনা চৌধুরী সিদ্ধান্ত নিতে কোনো ভুল করেননি। এই আদর্শগত সংগ্রামে আবু হেনা চৌধুরী অগ্রণী ভূমিকা পালন করেন এবং ছাত্র ইউনিয়নের বিপ্লবী ধারা ‘মেনন গ্রুপ’ এর সাথে একাত্ম থাকেন । এ সময় তিনি ছাত্র ইউনিয়ন (‘মেনন গ্রুপ’) সিলেট জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন এবং স্বৈরাচার আইয়ুব বিরোধী ৬৯’এর গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শ্যামল কুমার ভৌমিক বলেন, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন চুক্তি সাম্রাজ্যবাদী স্বার্থেই করা হচ্ছে। তাই সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তিকে জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল পদক্ষেপের বিরুদ্ধে এবং বাংলাদেশকে নিয়ে সাম্রাজ্যবাদীদের সকল অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer