Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

আবারো তীরে এসে তরী ডুবল বাংলাদেশের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৭, ১৮ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আবারো তীরে এসে তরী ডুবল বাংলাদেশের

ছবি : Associated Press

ঢাকা : নিদাহাস কাপের ফাইনাল ম্যাচে শেষের রোমাঞ্চে আবারও হারল বাংলাদেশ। আরো একবার তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। প্রথম তিন ওভারে ১৩ রান দেওয়া রুবেল ১৯ তম ওভারে দিলেন ২২ রান। শেষ ওভারে ১২ রান দরকার হলেও রান আটকাতে পারেননি সৌম্য সরকার।

নিদাহাস কাপের ফাইনালে ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নামা ভারতের দুই ব্যাটসম্যানকে ৩২ রানে সাজঘরে ফেরালেও চাপ সামলে নেয় ভারত। ১৪ বলে ২৪ রানে লোকেশ রাহুল তৃতীয় ব্যাটসম্যান হিসেবে রুবেলের বলে ফিরে গেলেও রোহিত শর্মার ব্যাটে লক্ষ্যের দিকে ছুটটে থাকে ভারত। প্রথমে ঝড়ো শুরু করলেও ২.৪ ওভারেই ৩২ রানে ২ উইকেট তুলে নেয় টাইগাররা। ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানকে ক্যাচে পরিণত করেন সাকিব। এরপরই সুরেশ রায়নাকে শুন্য রানে আউট করেন টাইগার বোলার রুবেল।

কিন্তু অপর ওপেনার রোহিত শর্মাকে শুরুরে থামানো যায়নি। তিনি ৪২ বলে ৫৬ রানে আউট হন।ভারত ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer