Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

আবারও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মোদি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭, ১৪ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আবারও পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মোদি

ঢাকা : সন্ত্রাস দমন ইস্যুতে ফের পাকিস্তানকে চওড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জঙ্গি দমনে তৎপরতার একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার মুম্বাইয়ে ভারতীয় নৌসেনার অনুষ্ঠানে পাকিস্তানের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, `সন্ত্রাসবাদ এই মুহূর্তে গোটা বিশ্বের মাথাব্যথার কারণ। পৃথিবীর সব দেশ যৌথভাবে সন্ত্রাস দমনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। কিন্তু, দুর্ভাগ্যের এখনও কিছু দেশ সন্ত্রাসকে মদদ দিয়েই চলে। `

এ দিন একটি পরিসংখ্যান তুলে ধরে পাকিস্তানকে তুলোধনা করেন মোদি। মন্তব্য করেন, `এই বছরে শুধুমাত্র জম্মু ও কাশ্মীরে কমপক্ষে ২০০ জঙ্গিকে মেরেছে ভারতীয় সেনা। কাশ্মীরে জঙ্গি দমনে কড়া মনোভাবের জেরে পাথর ছোড়ার পরিমাণও কমেছে। `

দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস কালভেরি উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাইয়ের নৌসেনার ডকে দাঁড়িয়ে বলেন, `এই সাবমেরিন দেশের গর্ব। ভারত মহাসাগর থেকে আরব সাগর, প্রতিটি এলাকাতেই দেশের দিকে এগিয়ে আসা যেকোনো বিপদ মোকাবিলায় আমরা তৎপর। আইএনএস কালভরি এই কাজে সর্বদা তৈরি। `

মোদি ছাড়াও উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, নৌসেনাপ্রধান সুনীল লম্বা, ভাইস অ্যাডমিরাল গিরিশ লুথরা ও ফ্ল্যাগ অফিসাররা। এ দিন সকালে উদ্বোধনের পাশাপাশি আইএনএস কালভেরিরসন্ত্রাস দমন ইস্যুতে ফের পাকিস্তানকে চওড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জঙ্গি দমনে তৎপরতার একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

 বৃহস্পতিবার মুম্বাইয়ে ভারতীয় নৌসেনার অনুষ্ঠানে পাকিস্তানের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, `সন্ত্রাসবাদ এই মুহূর্তে গোটা বিশ্বের মাথাব্যথার কারণ। পৃথিবীর সব দেশ যৌথভাবে সন্ত্রাস দমনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। কিন্তু, দুর্ভাগ্যের এখনও কিছু দেশ সন্ত্রাসকে মদদ দিয়েই চলে। `

এ দিন একটি পরিসংখ্যান তুলে ধরে পাকিস্তানকে তুলোধনা করেন মোদি। মন্তব্য করেন, `এই বছরে শুধুমাত্র জম্মু ও কাশ্মীরে কমপক্ষে ২০০ জঙ্গিকে মেরেছে ভারতীয় সেনা। কাশ্মীরে জঙ্গি দমনে কড়া মনোভাবের জেরে পাথর ছোড়ার পরিমাণও কমেছে। `

উপত্যকায় শান্তি-শৃঙ্খলা নষ্ট করার পেছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদদ রয়েছে বলেও এ দিন ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। দেশের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা ও নিরপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর যথেষ্ট ভূমিকা রয়েছে বলেও মনে করেন তিনি। একই সঙ্গে জল-স্থল ও আকাশ পথে যেকোনো আক্রমণ প্রতিহত করার মতো ক্ষমতা ভারতে রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস কালভেরি উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাইয়ের নৌসেনার ডকে দাঁড়িয়ে বলেন, `এই সাবমেরিন দেশের গর্ব। ভারত মহাসাগর থেকে আরব সাগর, প্রতিটি এলাকাতেই দেশের দিকে এগিয়ে আসা যেকোনো বিপদ মোকাবিলায় আমরা তৎপর। আইএনএস কালভরি এই কাজে সর্বদা তৈরি। `

মোদি ছাড়াও উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, নৌসেনাপ্রধান সুনীল লম্বা, ভাইস অ্যাডমিরাল গিরিশ লুথরা ও ফ্ল্যাগ অফিসাররা। এ দিন সকালে উদ্বোধনের পাশাপাশি আইএনএস কালভেরির ডাক নামও ঠিক করে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর ডাক নামও ঠিক করে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer