Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

আবহাওয়ার উন্নতি হওয়ায় সব ধরনের নৌ-চলাচল স্বাভাবিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ২২ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আবহাওয়ার উন্নতি হওয়ায় সব ধরনের নৌ-চলাচল স্বাভাবিক

ঢাকা : তিন দিন বৃষ্টির পর আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিধি-নিষেধ তুলে নেওয়ায় সারাদেশে নৌচলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার সকাল পৌনে ৭টা থেকে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটেও ফেরি পারাপার শুরু হয়।

বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিরূপ আবহাওয়ার কারণে শুক্রবার থেকে নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হওয়ায় রোববার সকাল থেকে সব ধরনের নৌ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়। যা প্রায় তিন দিন চলে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer