Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেন দফতরে হামলা, আহত ১১

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ২৪ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেন দফতরে হামলা, আহত ১১

ফাইল ছবি

ঢাকা : আফগানিস্তানের ইন্টার কন্টিনেন্টাল হোটেলে হামলা চালিয়ে ২২ জনকে হত্যার পর এবার দেশটিতে অবস্থিত আন্তর্জাতিক ত্রাণ সংস্থা সেভ দ্য চিলড্রেনের দফতরে হামলা চালানো হয়েছে।

বুধবার দেশটির জালালাবাদ এলাকায় সংস্থাটির কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১১ জন আহতের খবর পাওয়া গেছে। খবর বিবিসি।

প্রাদেশিক সরকারের মুখপাত্র খোগিয়ানি জানিয়েছেন, স্থানীয় সময় প্রায় ৯টা ১০ মিনিটের দিকে সেভ দ্য চিলড্রেনের কম্পাউন্ডের প্রবেশপথে এক আত্মঘাতী হামলাকারী গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এর পর সশস্ত্র ব্যক্তিদের একটি দল কম্পাউন্ডটিতে প্রবেশ করে। এ পর্যন্ত আহত ১১ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি চলছে বলে জানা গেছে। আফগান টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে ভবন এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে ও অন্তত একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

তবে হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তালেবান জঙ্গিরা হামলায় জড়িত থাকতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer