Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

আফগানিস্তানে বড় মার্কিন বোমা ফেলা সফল অভিযান : ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ১৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আফগানিস্তানে বড় মার্কিন বোমা ফেলা সফল অভিযান : ট্রাম্প

ঢাকা : আফগানিস্তানে সবথেকে বড় মার্কিন বোমা ফেলাকে সফল অভিযান আখ্যা দিয়েছেন মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই খবর জানিয়েছে। তারা আরও জানায়, এটিই পৃথিবীর বুকে আছড়ে পড়া সবথেকে বড় অপারমাণবিক মার্কিন বোমা।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশ নানগড়হরে একটি মার্কিন বিমান থেকে ওই বোমাটি ফেলা হয়। পেন্টাগনসূত্রে তারা জানিয়েছে, হামলায় ৩৬ আইএস জঙ্গি নিহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষ কোনও বেসামরিক হতাহতের কথা বলেনি।

সিরিয়ায় কয়েকদিন আগে এক মার্কিন বিমান হামলায় ভুলক্রমে ১৮জন মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে এই হামলা করলো ট্রাম্প প্রশাসন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer