Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

আফগানিস্তানে একদিনের শোক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ২৩ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আফগানিস্তানে একদিনের শোক

ঢাকা : আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে তালেবান হামলায় বিপুলসংখ্যক সেনার হতাহত হওয়ার ঘটনায় দেশটিতে রোববার এক দিনের জাতীয় শোক পালন করা হচ্ছে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি শনিবার এই শোক ঘোষণা করেন।গত শুক্রবার আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে অবস্থিত একটি সেনাঘাঁটিতে সেনার ছদ্মবেশে হামলা চালায় তালেবান।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, হামলায় শতাধিক সেনাসদস্য নিহত বা আহত হয়েছেন।

নাম প্রকাশ না করে দেশটির এক কর্মকর্তা বলেছেন, নিহত সেনার সংখ্যা অন্তত ১৪০ জন। আর আহত হয়েছেন অনেকেই।

অন্য কর্মকর্তারা বলেছেন, হতাহত সেনার সংখ্যা আরও বেশি হবে।

এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা করেছেন আফগান প্রেসিডেন্ট। এই হামলাকে কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করেছেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer