Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

আন্দোলনে স্থবির বেরোবির অফিসিয়াল কার্যক্রম

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ২৪ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আন্দোলনে স্থবির বেরোবির অফিসিয়াল কার্যক্রম

রংপুর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের ডাকা উপাচার্যকে অসহযোগীতার আন্দোলনে বন্ধ হয়ে আছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের কার্যক্রম। 

সোমবার দুপুর এগারোটায় উপাচার্য ড. এ কে এম নুরুন্নবী এর সাথে সাক্ষাতের পর সর্বাত্মক এই অসহযোগীতার ঘোষণা দেয় অফিসার্স এ্যাসোসিয়েশন । তারা তিনদফা দাবির ভিত্তিতে এই অসহযোগীতার ঘোষণা দেয়।

তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অন্দোলন চলবে বলে ঘোষণা দেন আন্দোলনরত কর্মকর্তারা। দাবিগুলো হল-কর্মকর্তাদের প্রমোশন দ্রুত বাস্তবায়ন, পুলিশি মামলায় হয়রানির স্বীকার কর্মকর্তাদের বেতন ভাতাদি প্রদান করে তাদের চাকুরি স্থায়ীকরণ এবং বেতন স্থগীত কর্মকর্তাদের স্ব -পদে বহাল রেখে বেতন চালু করা। 

গতকাল এই ঘোষণা দেওয়ার পর থেকেই কর্মকর্তারা তাদের নিজ নিজ কক্ষ থেকে বেরিয়ে পড়েন । যার ফলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে । আজ প্রশাসনিক ভবনের বিভিন্ন কার্যালয় ঘুরে দেখা যায় কর্মকর্তারা তাদের আন্দোলন থেকে এখনো ফিরে আসেননি । এতে বিভিন্ন দপ্তরে সেবা নিতে এসে অনেককে ভোগান্তির শিকার হতে হয়েছে।

অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম ফিরোজ বলেন, দাবি মানা না হলে আসন্ন সিন্ডিকেট অকার্যকর করা হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer