Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ৩ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন

ঢাকা : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গুরুত্বের সঙ্গে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ফরাসি বার্তা সংস্থা এএফপি, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, কাতারভিত্তিক আল-জাজিরা, কূটনীতি বিষয়ক সাময়িকী ডিপ্লোম্যাট, এশিয়াভিত্তিক এশিয়ান এজ, ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে এদিনের ছাত্র আন্দোলনের বাস্তবতা।

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নৌপরিবহনমন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদসহ ৯ দফা দাবিতে গত পাঁচ দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীতে সড়ক অবরোধ বিক্ষোভ করে আসছে।

ব্রিটিশ সাময়িকী টাইম ম্যাগাজিন বিক্ষোভের ৫ম দিন ২ আগস্ট বৃহস্পতিবার ‘নিরাপদ সড়কের দাবিতে ঢাকা অচল করে দিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা’ শিরোনামে প্রতিবেদন লিখেছে। 

ফরাসি বার্তা সংস্থা খবরেও উঠে এসেছে বাংলাদেশের পরিবহন ব্যবস্থার বিপন্নতার কথা। বলা হয়েছে, বাংলাদেশের পরিবহন খাতকে দুর্নীতিগ্রস্ত, নিয়ন্ত্রণহীন এবং ভয়াবহ হিসেবে দেখা হয়। সে কারণেই দুই কিশোর শিক্ষার্থীর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা।

এশিয়ান এজের খবরে উঠে এসেছে শিক্ষার্থীদের আন্দোলনের বিপরীতে রাস্তা থেকে পরিবহন মালিকদের বাস তুলে নেওয়ার খবর। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের ৫ম দিনেও উচ্চ বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী তাদের দুই সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে মাঠে নেমেছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চেভেলের খবরেও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে ৫ম দিনের বিক্ষোভের কথা। এ নিয়ে ফটো ফিচার প্রকাশ করেছে তারা। আলোকচিত্র সরবরাহকারী জার্মান বার্তা সংস্থা গ্যেটে ইমেজ আন্দোলনের বেশকিছু ছবি প্রকাশ করেছে তাদের সাইটে। এর বাইরের আলজাজিরা, ডিপ্লোম্যাটসহ অপরাপর বিভিন্ন সংবাদমাধ্যম গুরুত্ব দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer